Welcome to the Community! YOUR FIRST TASK 👇
আমাদের এই কমিউনিটিতে আপনাদের সবাইকে স্বাগতম! আশা করি আপনারা সবাই এখানে নতুন কিছু শিখতে এবং নিজেদের দক্ষতাকে ঝালিয়ে নিতে এসেছেন। আমাদের কমিউনিটির প্রথম টাস্ক (Task) হলো, এই পোস্টের নিচে কমেন্ট করে নিচের বিষয়গুলো জানানো: ১. আপনার এমন একটি দক্ষতা (Skill): যেটি নিয়ে আপনি আত্মবিশ্বাসী এবং যা আপনি পেশাদারভাবে ব্যবহার বা সেল (Sell) করতে পারবেন। ২. আপনার বর্তমান চ্যালেঞ্জ: আপনি বর্তমানে কোন বিষয়টি শিখতে বা করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন? ৩. আপনার প্রত্যাশা: এই কমিউনিটিতে জয়েন করে আপনি আসলে কী অর্জন করতে চান বা আপনার প্রত্যাশা কী? আপনারা সবাই দ্রুত কমেন্ট করে ফেলুন, যাতে আমরা একে অপরকে আরও ভালোভাবে চিনতে পারি এবং একসাথে এগিয়ে যেতে পারি!