ফিকহ — দ্বীনের গভীর জ্ঞান
📖 ফিকহ — দ্বীনের গভীর জ্ঞান 📖 ফিকহ হলো ইসলামের মূলভিত্তি বোঝার চাবিকাঠি। রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ «مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ» “আল্লাহ যার জন্য কল্যাণ চান, তাকে দ্বীনের গভীর জ্ঞান (ফিকহ) দান করেন।” (সহীহ বুখারি ৭১, সহীহ মুসলিম ১০৩৭) একজন মুসলিমের জীবনের প্রতিটি ক্ষেত্রে পবিত্রতা, ইবাদাত, লেনদেন, হালাল-হারাম ও আখলাক সবকিছুর সঠিক দিকনির্দেশনা ফিকহ থেকেই জানা যায়। তাই ফিকহ শিক্ষা ছাড়া দ্বীনের উপর সঠিকভাবে চলা সম্ভব নয়। এই ধারাবাহিক দারসে কুরআন ও সহীহ হাদীসের আলোকে ফিকহের মৌলিক বিষয়গুলো আলোচনা করা হবে, ইন শা আল্লাহ। আলোচক: উস্তায ওয়াছিউজ জামান হাফিযাহুল্লাহ 📌 বিষয়: ধারাবাহিক ফিকহ্ দারস:৩ 📅 তারিখ: ৫ ডিসেম্বর, জুমাবার ⏰ সময়: বিকাল ৪ টা 📍 স্থান: সিএফসি সেন্টার, এস.এ টাওয়ার, মুরাদপুর, চট্টগ্রাম 📞 যোগাযোগ: 01312-320405